০২ অগাস্ট, ২০২৩
ছবি: ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে দুদকের রচনা প্রতিযোগীতা অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জের ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন( দুদক) সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উদ্যোগে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় “মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবে দুর্নীতি বিস্তার ঘটে” শীর্ষক রচনা প্রতিযোগীতা অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
২ আগষ্ট বুধবার সকালে বিদ্যালয়ের হলরুমে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত ছাত্র -ছাত্রীদের উদ্দেশ্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সাহিত্য বিষয়ে আন্তর্জাতিক পদক প্রাপ্ত কবি পুলিন রায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আজাদের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক শামীম আহমদ, শাহীন আলম,সুমিত্রা নন্দী,সালাহউদ্দিন প্রমূখ।
রচনা প্রতিযোগীতায় ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়,ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,জালালিয়া ফাজিল মাদ্রাসা, এস পি পি এম উচ্চ বিদ্যালয়, এস পি পি এম দাখিল মাদ্রাসা, ইসলাম পুর উচ্চ বিদ্যালয় ও জামেয়া মুহাম্মাদীয়া দাখিল মাদ্রাসা সহ ১১ টি শিক্ষা প্রতিষ্টানের ৩৩ জন ছাত্র -ছাত্রী অংশ গ্রহন করেন।
উল্লেখ্য আগামী ১০ আগষ্ট উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী দের হাতে পুরুষ্কার তোলে দেওয়া হবে।
Good news
Good