২৮ ডিসেম্বর, ২০২৩
ছবি: ছাতক পৌর সভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী জনসভা
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের ৯ নং ওয়ার্ড আওয়ামিলীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের স্বমর্থনে ৭ জানুয়ারি নির্বাচনে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে বৃহস্পতিবার সকালে শহরের বৌলা মহল্লায় এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
মহল্লার বিশিষ্ট মূরব্বি হাজী ইউনুস আলীর সভাপতিত্বতে ও পৌর যুবলীগের আহবায়ক সুহেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও পৌর সভার প্রতিষ্টাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্দুল জলিল, সাধারন সাধারন সম্পাদক বখতিয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হোসেন আহমদ, আব্দুল কাহার,চেরাগ আলী,আজাদ মিয়া,নূর আলম,হোসেন মিয়া,তাজুল ইসলাু,আব্দুর রউফ,আব্দুল হেকিম, ফিরুজ আলী, ফজর আলী, কহিন চৌধুরী, আব্দুল মোমিন, যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি, সাব্বির আহমদ।
এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগ নেতা আল- আমিন, নূপুর দাস,আলী আকবর, সায়েদ মিয়া, দুদু মিয়া,বাবলু মিয়া, কবির জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান শাওন,তাজ উদ্দিন, আকবর আলী, ইর্শাদ আলী,উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ বাবলু, নূর ইসলাম, পৌর যুবলীগ নেতা শহিদুজ্জামান নিক্সন, সিরাজ মিয়া,মোস্তাফিজুর রহমান লাভলু প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু বলেছেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আবারও নৌকায় ভোট দিয়ে আসন্ন নির্বাচনে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে বিজয়ী করতে হবে।স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ। সকল ভেদাভেদ ভূলে গিয়ে নৌকা প্রতীককে আবারও বিজয়ী করতে হবে। আবারও আওয়ামীলীগ সরকার গঠন করলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।