০৫ মার্চ, ২০২৩
ছবি: ছাতক পৌর খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন
সুনামগঞ্জের ছাতক পৌর শাখা খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। “খেলাফত প্রতিষ্টার লক্ষ্য গণআন্দোলন গড়ে তুলুন ” এ শ্লোগানকে সামনে রেখে ২০২৩-২০২৪ সেশনের জন্য পৌর শাখা খেলাফত মজলিসের কমিটি গঠন করা হয়। গত ২ মার্চ বিকেলে শহরের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক মজলিসে শুরার আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা জহির আহমদ। পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ফারুক আহমদ জাবেদের পরিচালনারয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তার হুসাইন আতিক। সভায় মাওলানা জহির আহমদকে সভাপতি ও কে এম সোলাইমান আহমদ তালুকদার কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, বিলাল আহমদ, এখলাছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাফিজ নূরে আলম চৌধুরী, হাফিজ সিদ্দিক আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মঞ্জুরুর রহমান চৌধুরী, আনোয়ার হোসেন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম তাজুল, সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস সালাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা আসআদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা লায়েক আহমদ, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক সাবলিক আহমদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, সহ-উলামা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, ছাত্র কল্যাণ সম্পাদক সামছুজ্জামান ইনু,শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, যুববিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন মুবিন, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগম,নির্বাহী সদস্য মাওলানা জুনায়েদ আহমদ।
Good news
Good