৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
স্বাস্থ্য / সারাদেশ / বিশেষ সংবাদ

ছাতক হাসপাতালে যোগ হলো আরো একটি এ্যাম্বুলেন্স

১০ মার্চ, ২০২৩

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: এ্যাম্বুল্যান্সের উদ্বোধন করছেন মহিবুর রহমান মানিক এমপি

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অত্যাধুনিক সরকারি এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। বিভিন্ন সুবিধা সম্বলিত এই এম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুহিবুর রহমান মানিক এমপি।

মঙ্গলবার ৭ মার্চ ফিতা কেটে এ্যাম্বুলেন্সের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মুহিবুর রহমান মানিক এমপি সকালে এ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় গিয়েছেন। পরে এমপি মানিক  উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির। 
এ সময় হাসপাতালের (আরএমও) ডা. সাইদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সৈয়দ আহমদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, শিক্ষক প্রণব দাস মিঠুসহ হাসপাতালের কর্মচারি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রোগিদের দ্রুত সেবা কার্যক্রমে হাসপাতালে আরো দুইটি এ্যাম্বুলেন্স রয়েছে। এখানে নতুন একটি এ্যাম্বুলেন্স যোগ হওয়ায় সেবা কার্যক্রম আরো বৃদ্ধি পাবে। ভারত সরকার প্রদত্ত অত্যাধুনিক সুবিধা সম্পন্ন একটি এ্যাম্বুলেন্সও এ হাসপাতালে রয়েছে। বর্তমানে হাসপাতালের একাধিক রোগি দ্রুত সময়ের মধ্যে সিলেটে পৌঁছানো সম্ভব। এমপি মানিক তার বক্তব্যে বলেছেন, রক্ষনা-বেক্ষনের অভাবে যাতে সরকারি সম্পদের ক্ষতি না নয় সেদিকে  হাসপাতালের সবাইকে নজরদারী করতে হবে। এ ক্ষেত্রে আমাদের ও ভুমিকা রয়েছে। আমাদেরকে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, একটি উপজেলা শহরের হাসপাতালে রোগিদের জরুরি সেবার জন্য ৩ টি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স সরকারের কাছ থেকে একটি বড় ধরনের পাওয়া হলো।

Related Article