৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
প্রযুক্তি ও বিজ্ঞান

চাঁপাইনবাবগঞ্জে হার পাওয়ার প্রকল্পে” ৩য় পর্যায়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

১৬ Jul, ২০২৪

এস. এম. আসলাম উদ্দিন আহমেদ,
নলডাঙ্গা উপজেলা (নাটোর) প্রতিনিধি

ছবি: মৌখিক পরীক্ষা নিচ্ছেন সংশ্লিষ্টরা

চাঁপাইনবাবগঞ্জ সদরে উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাসমিনা খাতুন তার তত্ত্বাবধানে “হার পাওয়ার প্রকল্পে” ৩য় পর্যায়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের IT service provider এর মৌখিক পরীক্ষার আজকে  হয়   প্রতি উপজেলায় ৮০ জন করে ১৩০টি উপজেলায় ১০,৪০০ জন নারীকে IT Service Provider হিসেবে তৈরি করার প্রশিক্ষণ দেয়া হবে।
প্রশিক্ষণের ব্যাপ্তি ৫ (পাঁচ) মাস। মোট তিনটি লেভেল-এ প্রশিক্ষণ সম্পন্ন হবে। ৫ (পাঁচ) মাসের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের জন্য ০১ (এক) মাসব্যাপী মেন্টরশিপ প্রোগ্রাম আয়োজন করা হবে।
 

প্রশিক্ষণের ক্যাটাগরি

স্থান:  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভেন্ডর কোম্পানির নিজস্ব ল্যাব অথবা স্থানীয় পর্যায়ের বিভিন্ন বেসরকারি ল্যাবসমূহ।


অংশগ্রহণকারী: নারী (ছাত্রী/ফ্রীল্যান্সার/এন্ট্রাপ্রেনিয়ার/পেশাজীবী/গ্রামীণ বেকার নারী)
প্রশিক্ষণার্থী সংখ্যা: ২০ জন (ব্যাচ প্রতি) - মোটঃ ৮০ জন
ব্যাচ সংখ্যা: প্রতি উপজেলায় ৪ করে ব্যাচ)
প্রশিক্ষণের ব্যাপ্তি: ১১০ দিন ( ৫ মাস x ২২ দিন) প্রতিদিন
সেশন: ৪টি (১ ঘণ্টা করে)

আর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোছাঃ তাছমিনা খাতুন। সোমবার  ১৮ সেপ্টেম্বর  ২০২৩, ১১:১৬ সকাল তিনি সদর উপজেলায় যোগদান করেন। মোছাঃ তাছমিনা খাতুন ৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মধ্য দিয়ে চাকুরী জীবন শুরু করেন। এরপর নাটোরের নলডাঙ্গা এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে ভুমি অধিগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালনের পর বাঘেরহাটের কচুয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ছিলেন।

এক কন্যাসন্তানের জননী তাছমিনা খাতুনের গ্রামের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর। তার স্বামী গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ।

নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ তাছমিনা খাতুন বলেন, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবাই মিলে কাজ করলে সেই কাজ সহজ হয়। সকলে মিলে কাজ করলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সহজতর হবে। সততা, দেশপ্রেম, পেশাদারিত্ব এই তিনটির সমন্ময়ে যদি আমি বা আমরা কাজ করতে পারি, তাহলে সরকারের উন্নয়নের যে অভিষ্ট লক্ষ্য আমরা সে লক্ষ্যে আমরা সহজেই পৌঁছাতে পারব। সরকারের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অভিযাত্রা সেটি যথাযথভাবে বাস্তবায়ন হবে।
 

Related Article
comment
ডা. সাইফুল ইসলাম
17-May-23 | 12:05

good