৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
পরিবেশ / লাইফ স্টাইল / কৃষি ও প্রযুক্তি

বড় বিনিয়োগের দিকে যাচ্ছে দেশের সবচেয়ে বড় গার্ডেনিং ল্যান্সস্কেপ কোম্পানি স্কাইফ্লোরা

১৯ এপ্রিল, ২০২৩

মোঃ সাইফুল ইসলাম,
বাসাইল উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: গার্ডেনিং ল্যান্সস্কেপ কোম্পানি স্কাইফ্লোরা গ্রুপ ছবি

  

বড় বিনিয়োগের দিকে এগুচ্ছে দেশের সবচেয়ে বড় গার্ডেনিং ল্যান্সস্কেপ কোম্পানি স্কাইফ্লোরা। বাংলাদেশের বড় বড় ফেক্টরী, ইন্ডাস্ট্রিসহ দেশের সব রকম মেগা প্রকল্পের ল্যান্সস্কেপ এর কাজ করছে স্কাইফ্লোরা। এর পাশাপাশি ২৫ হাজারের মতো ছাদে এবং বারান্দায় বাগান করেছে স্কাইফ্লোরা। এখন তারা বিদেশি বড় বিনিয়োগের দিকে এগুচ্ছে। দেশের কৃষি খাতে প্রযুক্তি এবং ডিজিটালাইজেশন এর উপর ৫০০০ কৃষককে স্কাইফ্লোরার বিনিয়োগ ব্যবস্থার মধ্যে আনছে। 

২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে সবুজায়নে ফিরিয়ে আনার যে ভিশন স্কাইফ্লোরা হাতে নিয়েছে এই বিনিয়োগ তারই একটা অংশ। "কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গাছ লাগালে ফিরে পাবে সুন্দর পরিবেশ" এই প্রকল্পের মাধ্যমে ৫০০০ কৃষকদের কৃষিখাতে ডিজিটালাইজেশন এবং ৮০০০ ছাদে কমার্শিয়ালি ফল বাগানের মাধ্যমে সঠিক পুষ্টি এবং নিজের ছাঁদে নিজের খাবার উৎপাদন  প্রকল্পের মাধ্যমে ৫০০০ কৃষক এবং ৮০০০ ছাদ বাগানীদের এই বিনিয়োগে অন্তর্ভুক্ত করা হবে। এই প্রকল্পের মাধ্যমে কৃষিখাতে এক বিপ্লব ঘটবে বলে স্কাইফ্লোরা মনে করছে।

Related Article