০৪ ডিসেম্বর, ২০২৪
ছবি: প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান
হোমিওপ্যাথি সেক্টরের উন্নয়ন, বৈষম্য ও দুর্নীতি দূরীকরণের লক্ষ্যে “বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ” এর পক্ষ থেকে আসন্ন হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠনের প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক ও ৬৪ জেলার সমন্বয়করা একত্রে স্বাক্ষরিত স্মারকলিপি প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা বরাবর প্রদান করেছেন।
স্মারকলিপিতে দাবি করা হয়েছে, সুবিধাভোগী ও দলীয় প্রভাবমুক্ত, সৎ ও যোগ্য চিকিৎসকদের সমন্বয়ে কাউন্সিল গঠন করতে হবে। ১৭ দফা দাবির মধ্যে নিবন্ধিত চিকিৎসকদের বিভাগীয় প্রতিনিধির মাধ্যমে কাউন্সিল নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, একটি মহল অনৈতিক উপায়ে সদস্য মনোনয়নের চেষ্টা করছে। এ অবস্থায় বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ থেকে প্রস্তাবিত ৮ জন কেন্দ্রীয় সমন্বয়কসহ যোগ্য চিকিৎসকদের নিয়ে নির্বাহী পরিষদ গঠনের দাবি জানানো হয়েছে।
সংগঠনটি মনে করে, সৎ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে হোমিওপ্যাথি সেক্টরকে দুর্নীতি ও বৈষম্য মুক্ত করা সম্ভব হবে।
Good news
Good