৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বৈদেশিক মুদ্রা পাচারকারী চক্রের মূলহোতা গ্রেফতার

৩১ মার্চ, ২০২৩

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: গ্রেফতারকৃত আব্দুল মোতালেব

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বৈদেশিক মুদ্রা পাচারকারী চক্রের মূলহোতা আব্দুল মোতালেব (৫৬) কে গ্রেফতার করেছে র‌্যাব।

৩০ মার্চ (বৃহস্পতিবার) রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আব্দুল মোতালেব উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়ি তাজপুর গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার বিকেলের দিকে ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।এসময় দড়ি তাজপুর এলাকা থেকে কুখ্যাত বৈদেশিক মুদ্রা পাচারকারী চক্রের মাস্টার মাইন্ড এজাহার নামীয় পলাতক আসামি আব্দুল মোতালেবকে গ্রেফতার করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ বিশেষ কায়দায় বৈদেশিক মুদ্রা কাগজের তৈরী কার্টুনে করিয়া টাকার বান্ডিল সাদৃশ করে ডলার বানিয়ে বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকায় নিজেকে আত্নগোপনে তার অবস্থান পরিবর্তন করতেন। জিজ্ঞাসাবাদে বৈদেশিক মুদ্রা পাচারকারী চক্রের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত আসামিকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good