০৬ মার্চ, ২০২৪
ছবি: ফেসবুক লগ আউট
নিজে থেকেই লগ আউট হয়ে যাচ্ছে ফেসবুক। সমস্যা ইনস্টাগ্রামেও। বিপাকে গ্রাহকেরা।দুনিয়া জুড়েই হইচই।
সমস্যা কোথায়..?
স্পষ্ট নয় এখনও..!
মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর এক্স হ্যান্ডলে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টুরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।
এক্সের ট্রেন্ডিং ফিডেও ফেসবুক সার্ভার ডাউনের বিষয়টি উঠে এসেছে।
ফেসবুকের পাশাপাশি মেটার আওতাধীন ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারও ব্যবহার করা যাচ্ছে না।
ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট বা সেশন এক্সপায়ার্ড হয়ে যায়। পরে তারা লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন।
এরপর রাত ১০টা ২৩ মিনিটে আবারও সচল হয় ফেসবুক।
তবে কি কারণে এমন সমস্যা তৈরি হয়েছে তা জানা যায়নি।
মেটা কিংবা ফেসবুকের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।