৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বিষাক্ত সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

১৬ মার্চ, ২০২৩

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: প্রতীকী ছবি


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভুট্টা ক্ষেতে সেচ দিতে গিয়ে সাপের কামড়ে সাথী বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

১৬ মার্চ বৃহস্পতিবার ভোর বেলা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

এলাকাবাসী ও স্বজনরা জানান ১৪ মার্চ মঙ্গলবার দুপুরের দিকে সাথী বেগম তার ভুট্টার জমিতে সেচ দিতে যায়। এসময় গর্তে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। এরপর চিকিৎসার জন্য স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোর বেলা সাথী বেগম মারা যান। এমন ঘটনা খুবই দুঃখজনক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু সত্যতা নিশ্চিত করে বলেন,সাথী বেগম উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগার পাড়া গ্রামের আজাদুল ইসলামের স্ত্রী।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good