১৬ মার্চ ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / শিক্ষা / চাকরি বা ক্যারিয়ার

বিলুপ্ত হচ্ছে বেসরকারী শিক্ষক নিবন্ধন , নতুন আইনের খসড়া প্রকাশ

৩০ Jul, ২০২৪

ছবি: এনটিএসআরআরএ কে এনটিএসআরআরএ নামে নামকরণের খসড়া আইন প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নামে পরিচিত প্রতিষ্ঠানটি  বিলুপ্ত করে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ (এনটিএসআরআরএ) নামে একটি   নতুন আইনের খসড়া তৈরি করা হয়েছে।

ফলে এই আইনের   অনুমোদন হলে এনটিআরসিএ পরিবর্তন হয়ে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ (এনটিএসআরআরএ) নামকরণ করা হবে।


সোমবার (২৯ জুলাই) সচিব (উসচিব) ওবায়দুর রহমান স্বাক্ষরিত  এনটিআরসিএ’র ওয়েবসাইটে   নতুন আইনের খসড়া প্রকাশ করা হয়েছে।
 

এতে  জানানো হয়ছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫ রহিতক্রমে এর বিধানাবলী বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন, ২০২৩— এর খসড়া প্রণয়ন করা হয়েছে। 

প্রণয়নকৃত খসড়া আইনের কপি এনটিআরসিএ’র ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
নতুন খসড়া  আইনের কপিতে  আরও জানানো হয়েছে, বর্তমানে ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫’—এ পরিচালিত হচ্ছে এনটিআরসিএ।

তবে নতুন আইন বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন, ২০২৪ এনটিএসআরআরএ নামে অভিহিত হবে।
 

তবে এই খসড়া আইনের বিষয়ে কোনো মতামত/পরামর্শ থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের এনটিআরসিএ’র ই—মেইলে (ntrca2005@yahoo.com) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধের আহ্বান জানিয়েছে  সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ।

Related Article