১২ ডিসেম্বর, ২০২২
ছবি: নির্বাচন কমিশনার মো. আলমগীর (ফাইল ফটো)
পদত্যাগ করা বিএনপির সংসদ সদস্যদের আসন ‘শূন্য’ ঘোষণার গেজেট হাতে পেলেই নির্বাচন কমিশন উপ-নির্বাচনের ব্যবস্থা নেবে।
বোরবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
তিনি বলেন, ‘যেদিন পদত্যাগের গেজেট নোটিফিকেশন হবে, তার পরের ৯০ দিনের মধ্যে ওই সব আসনে উপনির্বাচন হবে।’
১০ ডিসেম্বর (শনিবার) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্য। ১১ ডিসেম্বর সকালে স্পিকারের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন বিএনপির পাঁচ সংসদ সদস্য। বাকি দুজন অসুস্থতা ও ব্যক্তিগত সমস্যার কারণে আজ পদত্যাগ জমা দিতে পারেননি বলে জানা গেছে।