১৭ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: সাইদুর রহমান (সাঈদ সোহরাব)
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জি.এস এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান (সাঈদ সোহরাব) কে বিএনপি’র নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (১৬ সেপ্টেম্বর) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
এ ছাড়াও সুইডেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আবেদিন মোহনকে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমনকে সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক সহ মোট ১০জন নেতাকে পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি পাওয়া সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
Good news
Good