৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয় / রাজনীতি

বিএনপি কার্যালয়ে ঢুকতে ফখরুলকে বাধা

০৮ ডিসেম্বর, ২০২২

জুয়েল রানা,
স্টাফ রিপোর্টার

ছবি: মির্জা ফখরুল ইসলাম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় কার্যালয়ে যেতে দেয়নি পুলিশ। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো কর্মী এলে তারা কার্যালয়ে ঢুকতে বাধা দেবেন না।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মির্জা ফখরুল নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যেতে চাইলে নাইটিঙ্গেল মোড়ে পুলিশ তাকে বাধা দেয়। গত বুধবারও ফখরুলকে দলীয় কার্যালয়ে ঢুকতে দেয়নি পুলিশ। পরে রাস্তার ওপরেই বসে পড়েন তিনি।

এসময় বিএনপি মহাসচিব ফখরুল আলমগীর বলেন, ‘বিএনপি পার্টি অফিসে কোনো ধরনের বিস্ফোরক ছিল না। পুলিশ এসব বোমা রেখেছে। বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ নসাৎ করতে সরকারে হীন পরিকল্পনার চক্রান্ত গণতন্ত্রকে ধ্বংস করার জন্য মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য এসব করেছে।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক অধিকার না থাকলে কিভাবে একটি গণতান্ত্রিক দল কাজ করবে। সাংবিধানিক অধিকার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এটা এখানে নেই।’

ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক অধিকারতো দূরের কথা মানুষ সভ্য সমাজে বাস করছে না।’

সরকারের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিএনপি অফিস খুলে দেয়ার দাবি করেন তিনি। এছাড়া আটক নেতা-কর্মীদের মুক্তি ও নিহতের ঘটনায় তদন্তের দাবি করেন তিনি।

আগামী শনিবার বিএনপির সমাবেশ সুন্দর ও সুষ্ঠুভাবে পারনের জন্য সরকারের কাছে দাবি জানান ফখরুল।

বিএনপি কর্মীদের সঙ্গে বুধবার বিকেলে পুলিশের সংঘর্ষের পর বৃহস্পতিবার সকাল থেকে পল্টন মোড়, ফকিরাপুল মোড় এলাকায় বেরিকেড দিয়ে রেখেছে পুলিশ। পথচারীদের কড়া তল্লাশি করে ওই এলাকায় যাতায়াত করতে দিচ্ছে পুলিশ। তবে বিএনপি কার্যালয়ে কোনো নেতা-কর্মীকে ঢুকতে দেখা যায়নি।

পুলিশ বলছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারা তালা ঝোলায়নি। তাদের কোনো কর্মী এলে আটকানো হবে না।

বিএনপি কার্যালয়ের সামনে সবুজবাগ জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মনতোষ বিশ্বাস বলেন, বিএনপি কর্যালয় তালাবন্ধ করে রাখেনি পুলিশ। তারা কেউ এখনো আসেননি। তারা আসলে আমরা ঢুকতে বাধা দেব না।

তবে সকাল থেকে বিএনপি কার্যালয়ের সামনে কয়েক প্লাটুন পুলিশ আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারসহ (এপিসি) অবস্থান করছে।

এদিকে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন তারা।

সকাল ৮টার দিকে আদালতে যান মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস, গায়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির নেতাকর্মীরা। আদালতের সময় সকাল সাড়ে ৯টায় হওয়ায় তারা আইনজীবীর চেম্বারে অবস্থান নেন। আসামিপক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন।

২০১৯ সালের ডিসেম্বর মাসের শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগের করা দুই মামলায় এদিন তারা হাজিরা দেন।

Related Article