১১ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান রিপন এমপি
আওয়ামীলীগ সরকার জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন দেশে যত উন্নয়ন হয়েছে ইতি পূর্বে অন্য কোনো সরকারের আমলে তা হয় নাই। এখন সাধারণ জনগন শান্তিতে বসবাস করছে। আওয়ামীলীগের এই উন্নয়নের ধারাকে বাধা গ্রহস্থ করতে বিএনপি-জামাত দেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তার করিতেছে। তাদের এই চক্রান্ত কে প্রতিহত করতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
শনিবার (১১ই ফেব্রুয়ারী) গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ চত্তরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান রিপন এমপি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন আমি সাঘাটা-ফুলছড়ি উপজেলার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বালাসী থেকে বাহাদুরা ঘাট পর্যন্ত টার্নেল নির্মান, বোনারপাড়া স্টেশন হতে দিনাজপুরগামী রামসাগর ট্রেনটি পুনরায় চালু, দুটি উপজেলার পৌরসভায় রূপান্তর করাসহ মডেল উপজেলায় রূপান্তর করা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ সামছিল আরেফিন টিটুর সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন এর সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।