৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / আইন-আদালত / অপরাধ

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

০২ মে, ২০২৩

গোলাম আজম,
বগুড়া জেলা (বগুড়া ) প্রতিনিধি

ছবি: মৃত্যুদণ্ড প্রাপ্ত আকবর আলী মন্ডল

বগুড়ার শিবগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ মে) বিকেল ৩টার দিকে বগুড়ার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এই রায় দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলাই কেকার পাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন মণ্ডলের ছেলে আকবর আলী মণ্ডল।

এ সব তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আশেকুর রহমান সুজন জানান, বিয়ের পর থেকে আকবর আলী তার স্ত্রী হাসিনাকে এক লাখ টাকা যৌতুকের দাবিতে বিভিন্ন সময় নির্যাতন করতো। 

এ নিয়ে অনেকবার দরবার শালিসও হয়। একবার আলী আর যৌতুক চাইবেন না মর্মে মুচলেকাও দেন। তবে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর আবার যৌতুকের টাকার জন্য স্ত্রীকে মারধর করেন আকবর আলী। এক পর্যায়ে হাসিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে সেই মরদেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন আলী। 

এ ঘটনার পরদিন নিহতের ভাই শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

Related Article