৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বগুড়ায় পা কাটা অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার

০৪ অগাস্ট, ২০২৩

সাবিক ওমর (সবুজ),
শাজাহানপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: বগুড়ায় পা কাটা অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার


বগুড়া শাজাহানপুরের আশেকপুরে একটি আম বাগান থেকে নাম পরিচয়হীন  অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার  (০৪ অগষ্ট) সকালে ১০.০০ ঘটিকায় এলাকার রুহুল আমিনের আম বাগান থেকে অজ্ঞাত ঐ লাশটি উদ্ধার করা হয়।

সরজমিনে গিয়ে দেখা গেছে, লাশটি এক জায়গায় এবং লাশের পা অপর জায়গায় বিচ্ছিন্ন  ভাবে পড়ে আছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পথচারীরা রাস্তা দিয়ে চলাচলের সময় রাস্তা সংলগ্ন আম  বাগানে বস্তা ভর্তি অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে শাজাহানপুর  থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।এদিকে লাশ শনাক্ত  করনে কাজ করে যাচ্ছে বগুড়া জেলা CID এর একটি টিম।

CID সূত্রে জানা যায়,অজ্ঞাত মহিলার বয়স আনুমানিক ৪৫ হতে পারে।লাশটি আনুমানিক চার পাঁচ  দিন আগের হতে পারে।মহিলার হাতে একটি আংটি,গলায় মালা ও একটি কালো তাবিস দেখা গেছে।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম   জানান, সকাল ১০ ঘটিকায় ফোন পেয়ে আমরা ঘটনা স্থলে এসেছি। লাশের পরিচয়  শনাক্ত  করা যায় নি।কি কারনে হত্যা করা হয়েছে তাও জানা যায় নি।লাশটি ময়নাতদন্তের প্রেরনের প্রস্তুতি চলছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good