০৮ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: প্রতীকি
বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক’শ পিস ট্যাপেন্টাডলসহ সুলতান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বগুড়া শহরের হাড্ডিপট্রি এলাকায় অভিযান চালিয়ে সুলতানা ওরফে পাখি'কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুলতানা ওরফে পাখি বগুড়া শহরের হাড্ডিপট্রি এলাকার সিহাব উদ্দিনে স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯টার দিকে বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে এক’শ পিস ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুলতানা ওরফে পাখি'র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে বলে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্র জানান।