০৬ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ

বগুড়ার ধুনটে বৃষ্টির পানিতে জলাবদ্ধ গর্তে পড়ে শিশুর মৃত্যু

০১ এপ্রিল, ২০২৩

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: প্রতিকি ছবি

বগুড়ার ধুনটে বৃষ্টির জলাবদ্ধ গর্তে পড়ে মরিয়ম খাতুন নুসরাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নুসরাত উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের জুয়েল মন্ডলের মেয়ে।

জানা যায়, জুয়েল মন্ডলের বাড়ির পাশে একটি গর্ত বৃষ্টির পানিতে  জলাবদ্ধের সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে জুয়েল মন্ডলের শিশু মেয়ে  নুসরাত গর্তের পাশে খেলাধুলার এক পর্যায়ে জলাবদ্ধ পানিতে নেমে পড়ে। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গর্তের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার সময় গর্তের পানি থেকে নুসরাতের ভাসমান মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর শিশুটির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং এ ঘটনায় ধুনট থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

Related Article