৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ

শেরপুরে দুইটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ। আহত প্রায় ৪০ জন

০৪ মে, ২০২৩

জোবায়ের আহমেদ,
শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: দুর্ঘটনার ছবি

বগুড়া শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনকুন্ডি নামক এলাকায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘের হয়েছে। এই ঘটনায় প্রায় ৪০ জন যাত্রী আহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। তবে কোন নিহতের ঘটনা ঘটেনি।

আজ ৪ মে (বৃহস্পতিবার) বিকাল ৪ টার দিকে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। এই ঘটনায় যারা আহত হয়েছে তাদের পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

জানা যায় বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী টি আর পরিবহন ও ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী আল-আমিন পরিবহন যাত্রী নিয়ে উপজেলার ধুনকুন্ডি এলাকায় এলে হঠাৎ মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় বাসে থাকা যাত্রীদের ভিতরে অন্তত ৪০ জন বা তার অধিক যাত্রী আহত হয়। এবং দুই বাসের ২ জন যাত্রী বাসের চাপায় আটকে পড়ে। উক্ত ২ জন সহ মোট ৩ জন গুরুতর আহত হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নাদির হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আটকে পড়া ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করি। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক জানান, আহতদের অধিকাংশদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু তাদের ভিতরে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

Related Article