৩১ অক্টোবর, ২০২৪
ছবি: বগুড়ার শাহজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতারকৃত রবিউল ইসলাম ও মনির হোসেন।
বগুড়ার শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ রবিউল ইসলাম ও মনির হোসেন নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ডেমাজানি এলাকার দুলু মিয়ার ছেলে রবিউল ইসলাম ও একই এলাকার বজলু মোল্লার ছেলে মনির হোসেন।
এলাকাবাসী জানান, গ্রেফতারকৃত দুইজন দীর্ঘদিন যাবৎ এলাকায় জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলো।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে কয়েকটি ছরা চাপাতি ও কিছু সংখ্যাক দলীলপত্র পাওয়া যায়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)ওয়াদুদ আলম জানান, কিছুদিন যাবৎ তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করা চলছিলো।
অবশেষে গত রাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার শাজাহানপুর থানা পুলিশের নিকট অস্ত্রসহ তাদেরকে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।