০৬ নভেম্বর, ২০২২
ছবি: আটককৃত মূল পরিকল্পনাকারী রঞ্জন আলী।
বগুড়ায় শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারি মন্ডল চাঁন মিয়া (৪৪) হত্যার মূল পরিকল্পনাকারী রঞ্জন আলীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র্যাব)।
আজ রোববার ৬ নভেম্বর র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার নজরুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের কলোনী চকফরিদ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রঞ্জন আলী ওই এলাকার আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে। তাঁর নামে থানায় চারটি হত্যা ও একটি অস্ত্র মামলা রয়েছে।
তিনি বলেন, বগুড়া শহরের চকফরিদ এলাকার শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারী চাঁনের সাথে রঞ্জণের জমি নিয়ে বিরোধ ছিল। গত ১ নভেম্বর মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে আদালতের উদ্দেশ্যে রওনা হন আব্দুল বারী চাঁন। এ সময় ওত পেতে থাকা রঞ্জনের চাচা শ্বশুর আব্দুর রহিম, শ্যালক মেহেদীসহ চার-পাঁচজন মিলে আব্দুল বারী চাঁনকে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় মারা যান আইনজীবী আব্দুল বারি মন্ডল চাঁন মিয়া।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আরো জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যার মূল পরিকল্পনাকারী রঞ্জনকে গ্রেফতার করা হয়। তাঁকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।