৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / রাজনীতি

বগুড়ায় অটোচালকদের সড়ক অবরোধ

২১ এপ্রিল, ২০২৫

গোলাম আজম,
বগুড়া জেলা (বগুড়া ) প্রতিনিধি

ছবি: ছবি: বগুড়ায় অটোচালকদের সড়ক অবরোধ।

হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে বগুড়ার কুন্দারহাটে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। আজ সোমবার কুন্দারহাট হাইওয়ে থানার সামনে বগুড়া-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।

অবরোধে রাস্তার উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় অটোরিকশাচালকেরা পুলিশের চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে নন্দীগ্রাম থানা-পুলিশ ও কুন্দারহাট হাইওয়ে থানা-পুলিশের কর্মকর্তারা চালকদের সঙ্গে কথা বলেন। এরপর চালকেরা মহাসড়ক থেকে সরে যান।

জানতে চাইলে অটোরিকশাচালক নিলয় বলেন, ‘আমার কাছ থেকে চাঁদা দাবি করে পুলিশ। আমি চাঁদা না দিতে চাইলে মামলা দেয়। গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দাবি করে হাইওয়ে পুলিশ। টাকা না দিলে বিভিন্ন ধারায় মামলা দেয় তারা। এ জন্যই মহাসড়ক অবরোধ করা হয়েছে।’

মাসুদ রানা নামের আরেক চালক বলেন, ‘আমার অটোরিকশা আটকানোর পর ২০০ টাকা দিতে হয়, তারপর যেতে দেয়। হাইওয়েতে অটোরিকশা চালাতে গেলে পুলিশকে টাকা দিতে হয়।’

তবে অভিযোগ অস্বীকার করে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। একটি অটোরিকশাকে মামলা দেওয়া হয়েছে। যে কারণে তাঁরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেছেন।

Related Article