৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বগুড়ায় দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

১৬ নভেম্বর, ২০২২

গোলাম আজম,
বগুড়া জেলা (বগুড়া ) প্রতিনিধি

ছবি: প্রধান অতিথির বক্তব্য রাখছেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

বগুড়ায় জেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মেলায় চারটি প্যাভিলিয়নে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০৩টি স্টল রয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১ টায় জিলা স্কুলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

উদ্বোধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: জিয়াউল হক বলেন, ‘এই সময়ে যাদের বয়স ১৫-২০ এর মধ্যে তাদের জীবনযাত্রায় ডিজিটালের ছোঁয়া পাচ্ছে। তারা ডিজিটাল প্রক্রিয়ায় এখন শিক্ষা গ্রহণ করছে। ঘরে বসে অনলাইনে খুব সহজেই পরীক্ষার ফলাফল নিতে পারছে। এছাড়াও অনলাইনের মাধ্যমে সাধারণ জণগনেরর মাঝে সরকারি বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। সকল বাঁধা অতিক্রম করে সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন জানান, ১৬ নভেম্বর বিকেল ৪টার দিকে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলা শেষ হবে। এছাড়া মেলায় অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনে শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good