১৬ এপ্রিল, ২০২৩
ছবি: গ্রেপ্তারকৃত দুই যুবক
বগুড়ার শাজাহানপুরে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
রবিবার (১৬ই এপ্রিল) ভোর ৩টায় বগুড়া শাজাহানপুর থানার সামনে বগুড়া-ঢাকা মহাসড়কে পূর্ব পাশে জব্বার হোটেলের সামনে থামানো একটি পরিবহন থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা নোয়াপাড়া নূরুল ইসলাম এর ছেলে ফয়সাল (৩৫) ও
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গার মৃত্যু ইসমাইল আলীর ছেলে মোস্তফা (৩০)।
জানা যায়, গ্রেপ্তারকৃতদের সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঠাকুরগাঁও শান্তি পরিবহন ঢাকা মেট্রো ব ১৫-১৩৯৫ বাসটিতে তল্লাশি চালিয়ে তিনটি প্যাকেটে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার ও ২ জনকে গ্রেপ্তার করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালের ৩৬ (১) টেবিল ১৯-খ/৪১ ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।