২৩ ডিসেম্বর, ২০২২
ছবি: প্রতীকি
বগুড়া শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বাসুদেব দাস নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর মঞ্জুর মোটর্সের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসুদেব দাস শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানী এলাকার গোবিন্দ দাসের ছেলে। বাসুদেব পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, রাত ১১টার দিকে বাসুদেবসহ তিনজন মিলে মোটরসাইকেল যোগে বগুড়া থেকে মাঝিড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাজাপুর মঞ্জুর মোটর্সের সামনে বগুড়া থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী লরি ওভারটেক করার সময় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বাসুদেব। মোটরসাইকেলে থাকা অপর দুইজনের মধ্যে একজনকে আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছেন।
তিনি আরও জানান, মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া ঘটনার পরপরই লরির চালক ও সহযোগী পালিয়ে গেছে। তবে লরি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিবে বলেও জানান ওসি।