৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / আইন-আদালত / অপরাধ

বগুড়া শাজাহানপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে গাঁজার গাছসহ গ্রেপ্তার

১৪ জানুয়ারী, ২০২৩

ছবি: গ্রেপ্তারকৃত শফিউল আলম (রাজু)।

বগুড়া শাজাহানপুরে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের  ছেলেকে ৩ কেজি ওজনের দুইটি গাঁজার গাছসহ শফিউল আলম (রাজু) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

 জানা যায়, গ্রেপ্তারকৃত শফিউল আলম (রাজু) উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা তছলিম উদ্দিনের ছেলে। 

থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার জামুন্না এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ওজনের দুইটি গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গ্রেপ্তারকৃত শফিউল আলম (রাজু) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসতেছে। তাঁর মাদক ব্যবসা কারণে এলাকার অনেক যুবক নষ্ট হয়ে গেছে। এলাকাবাসী তাঁর কঠিন শাস্তির দাবি করেন। 

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Article