১৪ জানুয়ারী, ২০২৩
ছবি: গ্রেপ্তারকৃত শফিউল আলম (রাজু)।
বগুড়া শাজাহানপুরে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ছেলেকে ৩ কেজি ওজনের দুইটি গাঁজার গাছসহ শফিউল আলম (রাজু) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জানা যায়, গ্রেপ্তারকৃত শফিউল আলম (রাজু) উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা তছলিম উদ্দিনের ছেলে।
থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার জামুন্না এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ওজনের দুইটি গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গ্রেপ্তারকৃত শফিউল আলম (রাজু) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসতেছে। তাঁর মাদক ব্যবসা কারণে এলাকার অনেক যুবক নষ্ট হয়ে গেছে। এলাকাবাসী তাঁর কঠিন শাস্তির দাবি করেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।