০৯ মে, ২০২৩
ছবি: বগুড়া শাজাহানপুরে বুড়িমাতা মেলার চিত্র
বগুড়ার শাজাহানপুরে দেড়শ বছরের ঐতিহ্যবাহী শীতল বুড়িমাতা পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে উপজেলার খরনা ইউনিয়নের বগুড়া-নাটোর মহাসড়ক সংলগ্ন টেঙ্গামাগুড় এলাকায় এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলাকে কেন্দ্র করে গত সোমবার বিকাল থেকেই টেঙ্গামাগুড় বুড়িমাতা মন্দির চত্বরে ও তার আশপাশে দোকান বসানো হয়। এ মেলা ঘিরে গ্রামে উৎসব বিরাজ করলেও উঠেছে ইচ্ছা মত খাজনা আদায়ের অভিযোগ।
খোঁজ নিয়ে দেখা যায়, প্রায় দেড়শ বছর ধরে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে আসছে টেঙ্গামাগুড় বুড়িমাতা পূজা ও মেলা।
মেলাকে ঘিরে উপজেলা গোহাইল,খন্ডক্ষেত্র, জামাদারপুকুর, দাড়িগাছা, মানিকদীপা, বীরগ্রাম, খরনাসহ পাশ্ববর্তী শেরপুর, নন্দ্রীগ্রামের কয়েক হাজার হিন্দু সম্প্রদায় ও ভক্তরা ট্যাংগমাগুড় শীতল বুড়িমাতা মন্দিরে ভীড় জমায়। তাদের বিশ্বাস বুড়িমাতা পূজা করলে এবং মানত করে কিছু দিলে বিপদ-আপদ রোগব্যাধি থেকে সুরক্ষা পাওয়া যায়। ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে আশেপাশের গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।
এবারও মেলার আশপাশের এলাকায় প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজন দিয়ে ভরে উঠছে। মেলায় ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম আর শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠেছে আশপাশের এলাকা।
এবারের মেলার প্রধান আকর্ষণ থাকছে রসালো লিচু,পাকা আম, ব্যাঙ্গী, তরমুজ, মিঠাই মন্ডা,চিড়া-মুড়কী,জিলাপী,নিমকী,দই' মিষ্টিসহবাহারী রকম সদাইপাতি যা কিনতে অনেকেই সারা বছর অপেক্ষা করে মেলার এই দিনটির জন্য।
মেলায় হরেক রকমের খেলনা, চুড়ি-ফিতা কেনার পাশাপাশি শিশুরা নাগরদোলায় দোল খাওয়ার সখ মিটিয়ে নেয়ার ব্যবস্থা রয়েছে। বড়রা তাদের সংসারের ব্যবহার্য লোহার সামগ্রী, কাঠের আসবাবপত্র, হলুদ, পান খাওয়ার চুন ইত্যাদি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনে থাকেন। এছাড়াও মেলায় বড় রুই-কাতলা বিভিন্ন জাতের মাছ,মাংস বেচা কেনা হয়ে থাকে।
ব্যবসায়ীদের অভিযোগ, মেলায় অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে।
মেলায় ঘুরতে আসা দর্শনার্থী আলমগীর হোসেনসহ অনেকেই জানান, দেড়শ বছরের ঐতিহ্যবাহী মেলাটি প্রতিবছরের ন্যায় এবারো জমজমাট ভাবে শুরু হয়েছে। মেলায় হরেক রকম দ্রব্য সমাগ্রী কেনা বেচা চলছে। নাগরদোলাসহ শিশুদের বিনোদনমূলক ব্যবস্থা রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা সাইদা খানম জানান, অতিরিক্ত খাজনা আদায় করার সুযোগ নেই।