০৭ নভেম্বর, ২০২৪
ছবি: গ্রেপ্তারকৃত বগুড়া শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম ফকির।
বগুড়ার শাজাহানপুরে খরনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শামছুল ইসলাম ফকির (৫২) উপজেলার খরনা ইউনিয়নের ওমরদিঘী গ্রামের মোঃ সনি ফকিরের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর দায়েরকৃত মামলার (মামলা নং-০১) এজাহারনামীয় আসামি খরনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম ফকিরকে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় থেকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় র্যাব ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে শামছুল ইসলাম ফকির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।