১১ অক্টোবর, ২০২৪
ছবি: বগুড়ার শাজাহানপুরের দূর্গা পূজার মন্ডপ পরিদর্শন করেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ
বগুড়ার শাজাহানপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধা ৭টা থেকে মাদলা জমিদার বাড়ি পূজামণ্ডপ,গন্ডগ্রাম রামকৃষ্ণ আশ্রম মন্দির, আদিকালীবাড়ি মন্দির, আশেকপুর, খোট্রাপাড়া, চুপিনগর, আমরুল, আড়িয়া, মাদলা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা নায়েবে আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল,
সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রহমান, মাওলানা গাজীউর রহমান, মাদলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, আড়িয়া ইউনিয়ন সেক্রেটারি ডা. বেলাল হোসেন, সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ওয়ারাসাতুল মোস্তফা, বায়তুল মাল সেক্রেটারি আমজাদ হোসেন,
শাজাহানপুর উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, মাওলানা মোস্তাকিম হোসেন, মাওলানা শাহাদাত হোসেন, সোহেল রানা প্রমুখ।
উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব আব্দুল লতিফ বলেন, প্রত্যেক জাতির নিজস্ব ধর্মীয় সংস্কৃতি আছে। হিন্দু ভাইদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে, যার যার ধর্ম তারা সঠিকভাবে পালন করবে। তারা যদি তাদের ধর্মীয় উৎসব পালন করতে কোনো বাধাপ্রাপ্ত হয়, তাহলে রাসুলুল্লাহ (সা.) কেয়ামতের দিন মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন।
ধন্যবাদ 🌸💚
Good news