০২ জানুয়ারী, ২০২৩
ছবি: বগুড়া শাজাহানপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা
"উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া শাজাহানপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে
সোমবার সকাল ১১ টায় শাজাহানপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি'টি বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদা খানমের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মোস্তারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল ইসলাম ভূঁইয়া, উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানাসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।