১৫ নভেম্বর, ২০২৩
ছবি: বগুড়া শাজাহানপুরে বিশাল জামায়াতের মোটরসাইকেল শোডাউন
সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি এবং এলাকায় জামায়াত-শিবিরের অবস্থান জানান দিতে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়েছে বগুড়া শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬.৩০ খরনা বাজার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মোটরবাইক শোডাউন উপস্থিত নেতাকর্মী জানান, সরকার জামায়াত-শিবির ও জনগণের উপর অসহনীয় অত্যাচার করেছে।
২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জামায়াত-শিবিরের হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা গায়েবী মামলা দিয়ে হয়রানি ও গ্রেপ্তার করে কারাগারে বন্দি করে রেখেছে। একের পর এক প্রহসনের বিচারে মাধ্যমে সাবেক আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। তারপরেও জামায়াত-শিবিরকে দমিয়ে রাখতে পারেনি বরং আরও শক্তিশালী হয়ে উঠেছে।
উপস্থিত নেতাকর্মী আরো জানান, এই সরকার ২০০৮ সালে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে ২০১৪ সালে বিনা ভোটে এবং ২০১৮ সালে দিনের ভোট রাতে করে ক্ষমতায় আরোহণ করে। জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করেছে।
এরই ধারাবাহিকতায় এবারও প্রহসনের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি। যা এদেশের জনগণ মেনে নিবে না। জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।
মোটরসাইকেল শোডাউনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান সহ জামায়াতের আটককৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
Good news
Good