০১ মে, ২০২৩
ছবি: বগুড়া শাজাহানপুরে শ্রমিক দিবসের র্যালি
বগুড়ার শাজাহানপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
সোমবার (১লা মে) সকাল ৯টায় উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন মাঝিড়া বন্দর থেকে এক র্যালী বের করা হয়।
র্যালীটি বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাঝিড়া বন্দরে সংগঠনটির দলীয় কার্যালয়ে আলোচনা সভা মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ (মামুন) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদ আলী (সিহাব) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মো. তারেকুল ইসলাম (তারেক)।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. খোরশেদ আলম, সহঃ সাধারণ সম্পাদক শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজিবুল ইসলাম (রাজু), দপ্তর সম্পাদক মোহাব্বত আলী, কার্যনির্বাহী সদস্য আঃ সামাদ, আঃ হাকিম, মোসারফ আলী, আঃ মতিন, সেলিম মন্ডল, আবু তাহের, মোজাফফর আলী, আব্দুল বাসেত, আলমগীর হোসেন, ইসরাফিল,বাবু, আঃ সালাম, মিলন, সাজু প্রমুখ।
এদিক দিবসটি উপলক্ষে সকাল মাঝিড়া বাইপাস মোড় থেকে উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়ন, স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন ও উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন পেশা ভিত্তিক শ্রমিক সংগঠন র্যালী বের করে।