২৯ ডিসেম্বর, ২০২৪
ছবি: বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর শেষ ইচ্ছা নিজ ভূমি দখল মুক্ত করা
বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর শেষ ইচ্ছা নিজ ভূমি দখল মুক্ত করা।
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের নোয়ারাই মহল্লার বিশিষ্ট শালিস বিচারক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলকাছ আলী স্বাধীনতা যোদ্ধে অংশ গ্রহন করে যে গৌরব অর্জন করেছেন সেই গৌরব গাঁথা কিছু কথা ছাপিয়ে আগামী প্রজন্মের জন্য ঐতিহাসিক দলিল রেখে যেতে চান।
৯৩ বছর বয়সি বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী বলেন এক সাগর রক্তের বিনিময়ে ৫৪ বছর আগে পূর্ব দিগন্তে যখন উদীয়মান সূর্য হাসে।তখন আমরা পাই স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র।
একাত্তরের ২৬ শে মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়ে ছিলেন।
সেই আহবানে সাড়া দিয়ে দেশকে হানাদার মুক্ত করার প্রত্যায় নিয়ে আমি এবং আরও দুই জন আমরা পায়ে হেঁটে ভারতের উদ্দেশ্য রওনা দিয়ে প্রথমে গিয়ে উঠলাম ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জনগোষ্ঠীর একটি তাবুতে।
চেলা বাজারে এক খাসিয়া মহিলার দোকানে দোকানদারি করাকালীন আমরা স্মরনার্থীদের ডাক পড়ে প্রশিক্ষনে যাওয়ার জন্য।
এখান থেকে পি/কে ওয়ান গিয়ে আমরা মোট ৬ জন ২৮ দিনের প্রশিক্ষন গ্রহন করি।২৮ দিনে চেরা পুঞ্জি নামক স্থানে মাত্র আড়াই ঘন্টা সূর্যের আলো দেখতে পাই।
পরনে একটা লুঙ্গি আর গায়ে একটা গেঞ্জি পরে তাবুতে চিড়ামুড়ি খেয়ে স্বপ্ন দেখেছিলাম একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিব।পৃথিবীর প্রায় বেশির ভাগ দেশের মানুষই তাদের স্বাধীনতা দিবস পালন করলেও বিজয় দিবস পালনের ভাগ্য ললাটে থাকেনা।
সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে স্বাধীনতা ঘোষণার পর সশস্ত্র যুদ্ধের মধ্যে দিয়ে বিজয় অর্জন বাঙালি জাতিকে করেছে গৌরব উজ্জ্বল জাতি।
৩৭ বছর বয়সে যখন আমি আমার মাকে রেখে মুক্তি যোদ্ধে অংশ গ্রহন করতে যাই মনের মধ্যে একটাই আকাঙ্খা ছিল শুধু পাঞ্জাবিদের কবল থেকে দেশকে উদ্ধার করা। আমাদের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের চাওয়া - পাওয়া ছিল ব্যাপক।
আমাদের স্বপ্ন ছিল স্বাধীন দেশে কোনো বৈষম্য থাকবে না থাকবেনা দারিদ্র্যতা।
মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। অবাধে চলাফেরা করতে পারবে।থাকবে ধর্মীয় স্বাধীনতা।মানবাধিকার সহ নাগরিকদের নানা অধিকার সুরক্ষিত থাকবে। কিন্তু আমি আমার জান বাজি রেখে দেশের মাটি উদ্ধার করে দিলেও আমার নিজ প্রতিবেশী প্রভাবশালি রাসেল মিয়ার কবল থেকে দীর্ঘদিন ধরে উদ্ধার করতে পারছি না। আমার দখল করে নেয়া ভূমি।
আমি একজন মুক্তি যোদ্ধা হয়েও প্রশাসনের ধারে ধারে বৈধ কাগজ পত্র নিয়ে ঘুরছি দীর্ঘদিন ধরে কোন প্রতিকার পাচ্ছি না। তাই আমার শেষ ইচ্ছা অবৈধ দখল দার দের হাত থেকে আমার ভূমি টুকু।উদ্ধার করে দেওয়া।
Good news
Good