২১ নভেম্বর, ২০২২
ছবি: জিও ব্যাগ ফেলার কাজ উদ্বোধন করছেন আসম ফিরোজ।
তেঁতুলিয়া নদীর তীরবর্তী পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদি গ্রাম রক্ষায় নদীতে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় স্থানীয় সাংসদ সাবেক চিফ হুইপ আসম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠান উদ্বোধন করেন।
পানি উন্নয়ন বোর্ড সুত্র জানা গেছে, তেঁতুলিয়ার নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালক ও ব্যয় খাতের আপদকালীন ব্যয়ের মাধ্যমে নাজিরপুর ইউনিয়নের নিমদি গ্রামের ব্যাপারী বাড়ি থেকে উত্তরে ১০০ মিটার ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে কাজের উদ্বোধন করা হয়। ৩৫লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই প্রকল্পে ৬হাজার ৫শত বস্তা জিও ব্যাগ ফেলানো হয়। রহমান এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান এর কাজ পায়। অনুষ্ঠানিক ভাবে সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও বর্তমান সাংসদ আসম ফিরোজ(এমপি) কাজের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন, পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন, বিভাগীয় প্রকৌশলী (বাউফল জোন) রেজা আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, এমপির একান্ত সহকারী আনিচুর রহমান প্রমুখ।
Good news
Good