৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ / সারাদেশ / রাজনীতি

বাসাইলের বাংড়ায় বিএনপির অফিস উদ্বোধন

০২ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম,
বাসাইল উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: বিএনপির অফিস উদ্বোধনের ছবি

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাংড়ায় কাজী শহীদুল ইসলাম পক্ষের বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বাংড়া মোড় এলাকায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ অফিসের উদ্বোধন করেন।  
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন কাশিল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল রানা, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার আবু রায়হান লিটন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক (অব্যাহতিপ্রাপ্ত) মানিক মোহাম্মদ তোহা, 

উপজেলা বিএনপির সাবেক প্রচার আব্দুল মান্নান, যুবদল নেতা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আয়নাল জমাদার, কারানির্যাতিত বিএনপি নেতা আলম মিয়া, বিএনপি নেতা মুক্তার হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন  কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম।

এদিকে, কাজী শহীদুল ইসলাম পক্ষের নেতাকর্মীদের অভিযোগ বাংড়ায় ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধনে বাধা দেওয়ার জন্য উপজেলা বিএনপির অপর পক্ষের ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা কর্মি সম্মেলনের ডাক দেয়। 

পরে বিকেলে কর্মি সম্মেলনের জন্য সেখানে গেলে  কাজী শহীদুল ইসলাম পক্ষের নেতাকর্মীদের তুপের মুুখে তারা চলে যায়।

তবে, ইউনিয়ন বিএনপির দাবি বাংড়ায় কোনও কর্মি সম্মেলন ছিল না।কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কয়েকজন নেতাকর্মী বাংড়ায় একটি ঘরে গিয়ে বসেছিল।পরে স্বাভাবিকভাবেই তারা সেখান থেকে চলে গেছে।  

Related Article