৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
কৃষি ও প্রযুক্তি

বাসাইলে সরিষা বাম্পার ফলন “কৃষকের মুখে হাসি”

২০ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ সাইফুল ইসলাম,
বাসাইল উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: সরিষা তোলার ছবি

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় চলতি মৌসুমে সরিষা চাষ করে ব্যাপক লাভবান হবার স্বপ্ন বুনছেন চাষীরা। সরকারী প্রণোদনা, অনুকূল পরিবেশ, পরিচর্যা এবং ভালো বীজের কারণে সরিষা তিনগুন ফলন হওয়ার আশাবাদী কৃষকরা। বর্তমানে চাষীরা জমি থেকে সরিষা তুলতে ব্যস্ত।

সরকারি প্রকল্পের বিভিন্ন প্রনোদনার কারণে উপজেলায় চলতি মৌসুমে সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে। চাষীরা জানান, আগে সরিষা চাষ করে অনেকে লোকসানে পড়েছেন। কিন্তু কয়েক বছরে তুলনায় সরিষা দাম ভালো পাওয়ায় তারা লাভবান হয়েছেন। এ কারনে চলতি মৌসুমে ০১ হাজার ৫ শত হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবং কৃষি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমে সরিষার ফলন অন্য কয়েক বছররের তুলনায় ভালো। বাসাইল উপজেলা কৃষি  কর্মকর্তাদের পরামশ্যে ও প্রনোদনায় চাষীরা সরিষা জমিতে এ বছর সাথি ফসল হিসেবে বিভিন্ন শাক-সবজীর চাষ করেও বাড়তি লাভ পেয়েছেন।

উপজেলা কৃষি  কর্মকতা জানান, প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ধরনের আপদ না হওয়ায় সরিষা তিনগুন ফলন হয়েছে। কৃষকরা যাতে উৎপাদিত সরিষা ন্যায্যমূল্য পায় সে জন্য সরিষা মুল্যও বাড়ানো হয়েছে সরকারীভাবে। কাঞ্চনপুর ইউপি সাবেক চেয়ারম্যান মামুন অর রশিদ  জানান, অন্য ফসলের চেয়ে সরিষা চাষ লাভজনক হওয়ায় এ অঞ্চলের কৃষকরা সরিষা চাষে আগ্রহী হচ্ছেন।

সারা জেলায় সরকারী প্রনোদনায় সরিষা চাষ সমপ্রসারন করা গেলে সরিষা আমদানীর নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।

Related Article