৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ / সারাদেশ

বাসাইলে ইফার উদ্যোগে মসজিদ, খতিব, ইমাম ও মোয়াজ্জেম তালিকা হালনাগাদ

২৬ এপ্রিল, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম,
বাসাইল উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: মসজিদের ছবি

টাঙ্গাইলের বাসাইলে ইফার উদ্যোগে সারা দেশের ন্যায় মসজিদ, খতিব, ইমাম ও মোয়াজ্জেম তালিকা হালনাগাদ চলছে, হালনাগাদ কার্যক্রম ২০ এপ্রিল থেকে ২৮ এপ্রিল ২০২৫ ইং পর্যন্ত চলমান থাকবে।


বাসাইল উপজেলার ইফার ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম বলেন ২০২০ সালে কোভিড- ১৯ এর জন্য যাতায়াতে সমস্যার কারণে মসজিদ, খতিব, ইমাম ও মোয়াজ্জেম  তালিকার সঠিক তথ্য পাওয়া যায়নি, সঠিক তথ্য সংগ্রহের জন্য পুনোরায় হালনাগাদের কাজ চলছে ,

তিনি আরও বলেল ফিল্ড পর্যায়ের তথ্য সংগ্রহ করার জন্য প্রত্যেক ইউনিয়নে ইউনিয়ন প্রতিনিধি নিয়োগ করা হয়েছে, কাশিল ইউনিয়ন(মাওঃ নুরুল ইসলাম
মোবা- ০১৬৩০৫৯১৪২৭) কাউলজানী ইউনিয়ন (মাওঃ আব্দুস সামাদ মোবা- ০১৯৯৮৯৬০৮৬২),ফুলকি ইউনিয়ন মাওঃ আসাদুল্লাহ মোবা-  ০১৬৩০২৩৯২৮০),

হাবলা ইউনিয়ন(সিয়াম হোসেন মোবা- ০১৭৮৬৩৫৭০৭৬), কাঞ্চনপুর ইউনিয়ন(মাওঃ শাহাদাত হোসেন মোবা- ০১৮৯৪৩৮০০৩১)বাসাইল সদর ইউনিয়ন (হাফেজ সানোয়ার হোসেন,মোবা-০১৯৮৮৯১৬২৮৫),বাসাইল পৌরসভা (মাওঃ  আলামিন মোবাইল ০১৯১৮৭২৫৪২৬)

সার্বিক তত্ত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশন বাসাইল যোগাযোগ- ০১৮৩৫২০২৩০৮,০১৭১৮৭১৫৯৪৫  সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলকে আহবান জানান।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good