২৩ অক্টোবর, ২০২৪
ছবি: ভয়াবহ অগ্নিকান্ডের ছবি
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ঢংপাড়া চৌরাস্তা বাজারে একটি ডিপার্টমেন্টাল ষ্টোরে অগ্নিকান্ডে প্রায় পঁচাত্তর লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
ডিপার্টমেন্টাল ষ্টোরের সত্ত্বাধিকারী সোহেল মিয়া জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনি সংবাদ পান তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তিনি দ্রুত চৌরাস্তা বাজারে এসে দেখতে পান ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে। তার ব্যবসা প্রতিষ্ঠানে সব ধরনের পণ্য বিক্রি করা হতো।
এছাড়াও তিনি বিসিআইসি সারের সাব ডিলারও ছিলেন।
এ ঘটনায় নগদ টাকা ও মালামালসহ প্রায় পঁচাত্তর লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। সোহেল অভিযোগ করেন বাসাইল ফায়ার সার্ভিস স্টেশন থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। এখানে পৌঁছাতে সময় লাগার কথা মাত্র ৫ থেকে ৭ মিনিট। অথচ বার বার ফোন করার পরও ফায়ার সার্ভিসের কর্মীরা আসেনি।
পরে মোটরসাইকেল পাঠিয়ে দেয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে। এরপর প্রায় এক ঘন্টা পর তারা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে সব পুড়ে যায়।
খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করতে জান বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাংগাইল জেলা শাখার আসিস্ট্যান্ট সেক্রেটারী বাসাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম খান তিনি জানান এই অগ্নিকান্ডে ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি আরও বলেল ফায়ার সার্ভিসের আরও দায়িত্বশীল হওয়া উচিত।
বাসাইল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মাজহারুল ইসলাম ভুক্তভোগী সোহেলের অভিযোগ ভিত্তিহীন মন্তব্য করে বলেন, ভুক্তভোগীদের কোন ফোন আসেনি বা মোটরবাইক নিয়েও কেউ আসেনি। রাত ২টা ১২ মিনিটে আমরা ৯৯৯ এর কল পেয়ে ৮/৯ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। তদন্ত সাপেক্ষে আগুনের সুত্রপাত সম্পর্কে জানা যাবে।
Good news
Good