২৩ মার্চ, ২০২৩
ছবি: পাটের বীজ বিতরণের ছবি
টাঙ্গাইলের বাসাইলে চাষিদের মাঝে বিনামূল্যে পাটের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা হল রুমে তিন হাজার কৃষকদের মধ্যে বিনামূল্যে পাটের বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: শাহাদত হোসেন খান, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল,কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন সহ প্রমুখ ।
উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে এসব চাষিদের ১ কেজি পাটের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।