৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
কৃষি ও প্রযুক্তি

বাসাইলে বিনামূল্যে পাট-বীজ ও রাসায়নিক সার বিতরণ

২১ এপ্রিল, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম,
বাসাইল উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: অনুষ্ঠানে ছবি

‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে চাষীদের মাঝে পাট-বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ২ হাজার ৫০০জন চাষীদের মাঝে পাট-বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. হযরত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সবুজ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্তৃক ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের পাট উৎপাদনকারী ২ হাজার ৫০০ জন চাষীদের মাঝে এক কেজি করে পাট-বীজ, ৬ কেজি করে ইউরিয়া, ৩ কেজি করে টিএসপি ও ৩ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়

Related Article