২৭ ফেব্রুয়ারী, ২০২৪
ছবি: বই মেলার চিত্র
টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে। (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ বই মেলার উদ্বোধন করেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ শাহাদৎ হোসেন খান, কাশিল ইউনিয়নের চেয়ারম্যান মো: রমজান আলী মিয়া, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, বাসাইল প্রেসক্লাবের সভাপতি মো: আবুল কাশেম মিয়া, বাসাইল উপজেলা ইফার ফিল্ড সুপার মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন ।
মেলায় বাসাইল প্রেসক্লাব, বাসাইল উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন ও বিভিন্ন প্রকাশনী সংস্থা, সামাজিক সংগঠন ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ১৫টি স্টল স্থাপন করা হয়েছে।
Good news
Good