১৮ অক্টোবর, ২০২৪
ছবি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের মান উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মো. গোলাম রব্বানী।
আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের দুঃশাসনের ফলে দেশের ছাত্র সমাজসহ আপামর জনসাধারণের গণঅভ্যুত্থানে গত ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত স্বাধীন বাংলার জমিনে আর কোনো জালিমকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. গোলাম রব্বানী।
শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের মান উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি বলেন, ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনা সহ তার দোসরদের গ্রেপ্তার করা উচিত ছিল। হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেয়ে দেশের বিরুদ্ধে তার রেখে যাওয়া প্রেতাত্মাদের দিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। যারা বিশৃঙ্খলা করতেছে তাদের সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা সভাপতি তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা পূর্ব শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান, শাজাহানপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গাজীউর রহমান, মাওলানা আব্দুর রশিদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী সদস্য ডা. হযরত আলী, মামুনুর রশিদ মামুন, কাজী সাইফুল ইসলাম, আব্দুল বারী আপেল, রাজিবুল ইসলাম রাজু, মাঝিড়া ইউনিয়ন শাখার সভাপতি মাসুদ আলম মিনার।
অগ্রসর কর্মীদের উদ্দেশ্যে করে প্রধান অতিথি গোলাম রব্বানী বলেন, জীবনে যে কোনো কাজ মহান আল্লাহ তায়ালাকে রাজী খুশি করার উদ্দেশ্যে কাজ করতে হবে। সংগঠনের নিয়মিত বৈঠকে বসতে হবে এবং ব্যক্তিগত রিপোর্ট রাখার পাশাপাশি রিপোর্টের হক আদায় করতে হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষকে কুরআন-সুন্নাহর পথে নিয়ে আসার জন্য সংগঠনের প্রতি কর্মীকে মানুষের মাঝে দ্বীনের দাওয়াতি কাজ ও সামাজিক কাজ করতে হবে। ব্যক্তি জীবনে কবিরা গুনাহ করা যাবেনা। এবং হারাম পথ বর্জন করে হালাল পথে অর্থ উপার্জন করে একজন আদর্শ শ্রমিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার তিনি আহ্বান জানান।