৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

বাংলাদেশের শিশুদের ডেঙ্গু রোগের ক্লিনিক্যাল গবেষণা প্রকাশিত হলো আন্তর্জাতিক জার্নালে- নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২২

ছবি: ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীতে ভরপুর হাসপাতাল

এই বছর ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রেকর্ড ছাড়িয়েছে। এই অক্টোবর মাসে প্রতিদিন ৭০০-১০০০ রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে। ২০১৯ সালেও এরকম ভয়াবহ আকারে ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। তবে এই বছরের ডেঙ্গু সংক্রমন রেকর্ড ছাড়িয়েছে তার মৌসুমি আচরণের দিক দিয়ে। সাধারণত বর্ষাকাল বিদায়ের সাথে সাথে ডেঙ্গু কমে যায় কিন্তু এবছর অক্টোবর মাসে তা কমার পরিবর্তে বৃদ্ধি পেয়েছে। 

বিগত ২০১৯ সালে ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়লে ঢাকা সিটি সহ আশেপাশে বেশ কয়েকটি নন-এন্ডেমিক জোন অর্থাৎ যেসকল এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব কম সেসকল এলাকায়ও ছড়িয়ে পড়ে। তার মধ্যে টাঙ্গাইল একটি নন-এন্ডেমিক জোন হিসেবে জায়গা করে নেয়। তখন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক শিশুরোগ বিশেষজ্ঞ ডা.  সাইফুল ইসলাম এর গবেষনা পরিকল্পনায় শিশু  বিভাগের সকল ডাক্তারদের সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল গবেষণা পরিচালিত হয় যার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক ট্রপিকাল মেডিসিন বিষয়ে প্রথম সারির জার্নাল ‘PLOS  NEGLECTED TROPICAL DISEASES’ Journal এ অক্টোবর ১০ তারিখ। 

অনলাইনে লিংক দেখতে এখানে ক্লিক করুন  https://journals.plos.org/plosntds/article?id=10.1371/journal.pntd.0010847

 

Related Article