৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির মতবিনিময় ও অর্ধ বার্ষিক সম্মেলন সম্পন্ন

১৭ ডিসেম্বর, ২০২২

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: বক্তব্য রাখছেন বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মো: আব্দুল আজিজ মাহফুজ

ঢাকাস্থ অন্যতম ব্যতিক্রমী সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির মতবিনিময় ও অর্ধ বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। আজ শনিবার ১৭ ডিসেম্বর বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সাংবাদিক ও সাংবাদিকতার কল্যাণে বাংলাদেশের প্রথম অন্যতম ব্যতিক্রমী এই সংগঠনের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মো: আব্দুল আজিজ মাহফুজ। অনুষ্ঠানে সঞ্চালক ও মহাসচিবের দায়িত্ব পালন করেন আ.ফ.ম বোরহান। 

শুরুতেই কোরআন তেলোয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, সিনিয়র ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবর। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ। 

সংগঠনের মহাসচিব আ.ফ.ম বোরহান বলেন, সাংবাদিকতার প্রতি আমাদের মনযোগ দিতে হবে। সাংবাদিকদের শিকড় থেকে আহরণ করতে হবে। সাংবাদিকতাকে মুল পেশার সাথে সংযুক্ত করতে গেলে সংবাদ বিষয়ক বিভিন্ন বই পড়তে হবে, জানতে হবে। 

বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মো: আব্দুল আজিজ মাহফুজ বলেন, সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। সূতরাং সাংবাদিকতা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। এই সম্মান আমাদের ধরে রাখতে হবে। 

তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যে সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করে সাংবাদিক সংখ্যা নিরূপণের জন্য বলা হয়েছে। তারা ইতিমধ্যে সেই মতে কাজ শুরু করে দিয়েছেন। যা বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রচার করেছে মন্ত্রণালয় থেকে। 

তিনি বলেন, দুই ভাবে ডাটাবেজ করার জন্য বলা হয়েছে। ওই প্রজ্ঞাপনে সাংবাদিকদের ডাটাবেজ সাংগঠনিক পর্যায়েও করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ওই নির্দেশনা মতে আমাদের সংগঠনের সদস্যরাও ডাটাবেজে অন্তর্ভূক্ত হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good