৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ধর্মপাশায় পাউবো’র পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন নির্বাচনে শাহজাহানের জয়লাভ

১৮ নভেম্বর, ২০২২

রাজু ভূঁইয়া,
হাওর অঞ্চল প্রতিনিধি

ছবি: বিজয়ী শাহজাহানকে ঘিরে সমর্থকদের উল্লাস।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আজ ১৮ই নভেম্বর শুক্রবার বিকাল ০৩.০০ ঘটিকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ধর্মপাশা রুইবিল (পার্ট-বি) পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই নির্বাচনে সভাপতি পদে ঘোড়া মার্কা নিয়ে বিজয়ী হলেন সাবেক ইউপি সদস্য মোঃ শাহজাহান মিয়া।

এই নির্বাচনে সভাপতি পদে ০২জন এবং সাধারণ সম্পাদক পদে তিন জন অংশগ্রহণ করে। 
সভাপতি পদে দুই জন হলেনঃ-
০১/মোঃ একলাছ উদ্দিন কে (মোটর সাইকেল) প্রতিকে হারিয়ে 
০২/ মোঃ শাহজাহান মিয়া (ঘোড়া) প্রতিকে বিজয়ী হলেন।

সাধারণ সম্পাদক পদে তিন জন হলেন ০১/আললেচুর রহমান (তালা প্রতিক) ৩য় স্থান ০২/শামছুল হুদা বাবু (মোরগ প্রতিক) ২য় স্থান এবং ০৩/ আল মোজাহিদ (ফুটবল প্রতিকে) ১ম স্থান অধিকার করেছেন। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good