১৮ নভেম্বর, ২০২২
ছবি: বিজয়ী শাহজাহানকে ঘিরে সমর্থকদের উল্লাস।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আজ ১৮ই নভেম্বর শুক্রবার বিকাল ০৩.০০ ঘটিকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ধর্মপাশা রুইবিল (পার্ট-বি) পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন এর নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে সভাপতি পদে ঘোড়া মার্কা নিয়ে বিজয়ী হলেন সাবেক ইউপি সদস্য মোঃ শাহজাহান মিয়া।
এই নির্বাচনে সভাপতি পদে ০২জন এবং সাধারণ সম্পাদক পদে তিন জন অংশগ্রহণ করে।
সভাপতি পদে দুই জন হলেনঃ-
০১/মোঃ একলাছ উদ্দিন কে (মোটর সাইকেল) প্রতিকে হারিয়ে
০২/ মোঃ শাহজাহান মিয়া (ঘোড়া) প্রতিকে বিজয়ী হলেন।
সাধারণ সম্পাদক পদে তিন জন হলেন ০১/আললেচুর রহমান (তালা প্রতিক) ৩য় স্থান ০২/শামছুল হুদা বাবু (মোরগ প্রতিক) ২য় স্থান এবং ০৩/ আল মোজাহিদ (ফুটবল প্রতিকে) ১ম স্থান অধিকার করেছেন।
Good news
Good