০৯ মার্চ, ২০২৩
ছবি: অতিথিবৃন্দ, নতুন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দেলদুয়ার উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ আজ ৯ই মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খানের সভাপতিত্বে ও টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক- জনাব এড. রকসি মেহেদীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান উদ্ভোদন করেন, দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি- বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজীজ খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক- জনাব এস.এম ফেরদৌস আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ আজাদ মিয়া, দেলদুয়ার উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক- জনাব মোঃ রিপন মিয়া, দেলদুয়ার উপজেলা যুবদলের আহ্বায়ক- জনাব মোঃ শিপলু তালুকদার, দেলদুয়ার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি- জনাব মোঃ কালাম তালুকদারসহ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, দেলদুয়ার সদর ইউনিয়ন বিএনপি'র সহ-সাধারণ সম্পাদক- মোঃ সেলিম মিয়াসহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দেলদুয়ার উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, রেবেকা পারভীন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন- মুক্তি আক্তার।