০৩ জানুয়ারী, ২০২৫
ছবি: ছবি, মোনাজাত করছেন মুফতি আমির হামজা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়ীখলা গ্রামে,বাড়ীখলা বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত, যুবসমাজ ও প্রবাসীদের সহযোগিতায়,কবরবাসীর আত্মার মাগফেরাত কামনায়, সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১০ টা থেকে শুরু করে জুম্মার নামাজের পর পযন্ত দীর্ঘক্ষণ বয়ান পেশ করেন আগত আলেমগন, হাজার হাজার মুসল্লিদের আগমনে মুখরিত হয় বাড়ীখলা ঈদগা মাঠ। এ অনুষ্ঠানটি বাড়ীখোলা ঈদগা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।বাইতুল জান্নাত জামে মসজিদের সভাপতি, অবসর সাজের্ন্ট মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে এবং বাড়ীখলা ঈদগা খতিব,পীরজাদা হযরত মাওলানা মোকাররম হোসেন চিশতীর সহ-সভাপতিত্বে। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, কুষ্টিয়া থেকে আগত হাফেজ মাওলানা, মুফতি আমির হামজা।বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন, দেশবরেণ্য আলেম, লাউর ফতেহপুর তুযুমিয়া মাদ্রাসার আরবি প্রভাষক, হযরত মাওলানা, আলমগীর হোসাইন।প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা করেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, ইসলামিক আলোচক আনন্দ টিভি ও মাই টিভি, চট্টগ্রামের হযরত মাওলানা হেফজুর রহমান নাইম।বিশেষ আকর্ষণ হিসেবে আলোচনা করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ উদীয়মান বক্তা, মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা।মাহফিল পরিচালনায় ছিলেন, বাড়ীখলা উত্তরপাড়া জামে মসজিদের খতিব, হযরত মাওলানা কারী, সাইফুল ইসলাম। ওকে মাহফিলে আরো বহু ওলামায়ে কেরাম ও অতিথি উপস্থিত ছিলেন।
Good news
Good