১১ অক্টোবর, ২০২৩
ছবি: আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে মির্জাপুর থানা পুলিশের আলোচনা ও মতবিনিময় সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর ও নিরাপদ করতে মির্জাপুর থানা পুলিশ আইন-শৃংখলা বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মির্জাপুর থানায় এই সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কমিউনিটি পুলিশের সভাপতি সালাহ উদ্দিন আহমেদ বাবর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, মির্জাপুর পৌরসভার কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজতারুল ইসলাম, পূজা উদযাপন কমিচির সভাপতি বিকাশ গোস্বামী ও অন্যান্যরা।
আলোচনা ও মতবিনিময় সভায় বক্তাগণ পূজাকে কেন্দ্র করে কোন ধরনের সাম্প্রদায়িক ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটাতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহবান জানান।
Good news
Good