২৬ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: চাঁপাইনবাবগঞ্জ চেম্বার্স অফ কমার্সের নেতৃবৃন্দ
সারাদেশে উৎপাদিত আমের ৫০ শতাংশ আম চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত হয়। উন্নত জাতের আমের উৎপাদন বৃদ্ধি, সেই সাথে রপ্তানিসহ আম কেন্দ্রিক শিল্প অঞ্চল ও আমজাত পণ্যের বিস্তার বাড়াতে আম কেন্দ্রিক কার্যক্রম আরো জোরদার করতে চাঁপাইনবাবগঞ্জে আম বোর্ড গঠন করা জরুরী বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি আব্দুল ওয়াহেদ।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ভবনে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আব্দুল ওয়াহেদ আরও বলেন আমাদের দেশে তুলা উন্নয়ন বোর্ড আছে, চা উন্নয়ন বোর্ড আছে। তাহলে আমের উন্নয়নে আম বোর্ড কেন থাকবে না। আমকে রপ্তানীমুখী ও উন্নত আম উৎপাদন এবং জেলার অর্থনীতি কর্মকান্ড গতিশীল ও উন্নয়ন করতে একটি আম বোর্ড গঠনের জোর দাবি জানান তিনি। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা নেজামপুর এলাকায় কৃষি ভিত্তিক রপ্তানী প্রক্রিয়া অঞ্চল (ইপিজেড) গড়ে তোলার জন্য সরকারের কাছে দাবী জানান।
এদিকে সামনে রমজান মাসে জেলায় দব্যমূল্য সহনশীল থাকে, সেই লক্ষে পন্যের সরবারাহ নিশ্চিত করতে উদ্যোগ নেয়া ও ব্যবসায়ীদের সাথে সার্বক্ষনিক মনিটরিং করার কথা জানানো হয়েছে চেম্বারের পক্ষ থেকে।
এসময়, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সিনিয়ন সহসভাপতি মসিউল করিম বাবু, সহসভাপতি আখতারুল ইসলাম রিমনসহ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।